৪ দিনের কর্মসপ্তাহ চালু করছে টোকিও 

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৪ ০১:১০:৪২

প্রজন্মঅনলাইন:

সপ্তাহে তিন দিন ছুটি পাবেন টোকিওর সরকারি কর্মচারীরা

সপ্তাহে তিন দিন ছুটি পাবেন টোকিওর সরকারি কর্মচারীরা

জাপানের রাজধানী টোকিওতে সরকারি কর্মচারীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করা হচ্ছে। সিএনএন ও জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে। এতে কর্মীদের চারদিন অফিস করতে হবে এবং তিন দিন ছুটি পাবেন।  খবরে বলা হয়েছে, কর্মজীবী মায়েদের সহায়তা এবং রেকর্ড-নিম্ন জন্মহার বৃদ্ধি করতেই দেশটি নতুন এই পদক্ষেপ গ্রহণ করছে। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট নিশ্চিত করেছে যে এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হচ্ছে।  

এ ছাড়া টোকিওতে আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে। এতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পিতা-মাতারা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বুধবার এক নীতিনির্ধারণী বক্তৃতায় বলেন, আমরা কাজের ধরন পর্যালোচনা করব এবং এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাদের ক্যারিয়ার ত্যাগ করতে বাধ্য না হয়।  

তিনি আরও বলেছেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের জনগণের জীবন, জীবিকা এবং অর্থনীতি রক্ষা ও উন্নত করার জন্য টোকিওর উদ্যোগ নেওয়ার এখনই সময়।অনেক বছর থেকেই জাপানে জন্মহার নিম্নমুখী। গত জুন মাসে দেশটির জন্মহার রেকর্ড হ্রাস পেয়েছে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর দেশটিতে মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে। এর ফলে প্রজনন হার ১ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে দেশটিতে প্রয়োজন ২ দশমিক ১ শতাংশ।

জন্মহার বাড়ানোর জন্য দেশটি ছুটি বাড়ানো ছাড়াও আরও অনেক উদ্যোগ নিয়েছে। দেশটি তরুণ-তরুণীদের বিবাহে উদ্বুদ্ধ করতে এবং জন্মদানে আগ্রহী করতে নিয়েছে নানা পদক্ষেপ। বিবাহ ও শিশু জন্ম দেওয়ার খরচের প্রস্তাব দিচ্ছে দেশটির সরকার।

 

বিএইচ

এ সম্পর্কিত খবর

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক

১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 

‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ